মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় শহরের কেন্দ্রীয় শহিদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর, যুগ্ম-আহ্বায়ক বোরহান আহমেদ, যুগ্ম-সদস্য সচিব রেজাউল ইসলাম, সাইদ ইসলাম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।
এসময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রধান সড়ক। এর আগে শহিদ মিনারে চত্বরে গাজীপুরে নিহত শহিদ বীর কাশেমের গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box