Sunday, March 23, 2025
Homeনীলফামারীনীলফামারীতে আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ

নীলফামারীতে আ.লীগের বিচার ও নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধি:
আওয়ামীলীগের বিচার ও নিষিদ্ধের দাবীতে নীলফামারীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জুলাই গনঅভ্যুত্থানে আহত সম্মুখ যোদ্ধাদের সংগঠন ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ এর নেতৃবৃন্দরা। শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তৃতা দেন ওয়ারিয়র্স অফ জুলাই জেলা কমিটির আহ্বায়ক মো. সাইমুন সাকিব, যুগ্ম-আহ্বায়ক মো. হাবিবুল্লাহ, সদস্য সচিব হাসান রেজা, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব শাহরিয়ার ইসলাম হাবিল, মুখ্য সংগঠক মোস্তফা মাহমুদ শ্রেষ্ঠ, মুখপাত্র সিয়াম হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন,‘আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে দুর্নীতি, দুঃশাসন ও জনগণের ভোটাধিকার হরণ করেছে। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে তা কখনও মেনে নেওয়া যাবে না। বাংলাদেশে ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ সরকারের রাজনীতি করার অধিকার নেই। অবিলম্বে আওয়ামীলীগের দ্বারা সংঘটিত সকল অন্যায়, হত্যা, গুমের বিচার নিশ্চিত করতে হবে এবং অতিদ্রুত তাদের নিষিদ্ধ ঘোষনা করতে হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর