Monday, March 31, 2025
Homeনীলফামারীনীলফামারীতে আনসার সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

নীলফামারীতে আনসার সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে জেলা ও ভিডিপি কার্যালয়ে ৩৩০জন সদস্যের মাঝে উপহার বিতরণ করা হয়। উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে উন্নত মানের পোলাও চাল, প্যাকেট সেমাই, গুঁড়ো দুধ, সুজি, নুডুলস ও ঘি ছিল।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মো. মাজহারুল ইসলাম ভুঁইয়া পিভিএম। এসময় তিনি জানান,“এই উপহার সামগ্রী আনসার সদস্যদের ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে এবং এটি বাহিনীর প্রতি আমাদের দায়িত্ব ও যত্নের প্রতিফলন। আনসার ও ভিডিপি সদস্যরা দেশের নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই তাদের স্বীকৃতি ও উৎসাহিত করতেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এই ঈদ উপহার বিতরণ করা হয়।”

অনুষ্ঠানে সদর সার্কেল অ্যাডজুট্যান্ট জোসনা বেগম, সদর উপজেলা প্রশিক্ষক মো. রকিবুল ইসলাম, মমতাহেনা মোস্তারী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর