Saturday, March 15, 2025
Homeনীলফামারীনীলফামারীতে আইনজীবী শহিদুল ইসলাম স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল

নীলফামারীতে আইনজীবী শহিদুল ইসলাম স্বরণে শোক সভা ও দোয়া মাহফিল

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মো. নাঈম শাহ্‌, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী জেলা জজ আদালতের বিজ্ঞ আইনজীবী মো. শহিদুল ইসলাম শাহ্ এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ মার্চ) বেলা ১২টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে শোক সভা ও দুপুর ২টায় জেলা আইনজীবী সমিতির ভবনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোক সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো: মাহমুদুল করিমের সভাপতিত্বে বক্তৃতা দেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি আলফারুক আব্দুল লতিফ, সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. আবু মোহাম্মদ সোয়েম, বর্তমান সাধারণ সম্পাদক আল মাসুদ চৌধুরী, কোষাধ্যক্ষ আসাদুজ্জামান খান রিনো, মরহুম শহিদুল ইসলামের ছেলে ডা. আহসান হাবীব ইয়াসদানী, আইনজীবী আহসান হাসিব শাহ্ প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জেলা আইনজীবী সমিতির প্রবীণ সদস্য অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম শাহ । তিনি আইন পেশায় যোগ দেন এবং দীর্ঘদিন সুনামের সঙ্গে আইন পেশায় কাজ করেন। তিনি তার সততা, নিষ্ঠা ও দক্ষতার জন্য সকলের কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিল। আমরা একজন অভিজ্ঞ ও দক্ষ আইনজীবীকে হারালাম, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর