মো. নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নীলফামারীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শতাধিক অস্বচ্ছল মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে পঞ্চপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। রোববার (৩০ মার্চ) দুপুরে সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে উপহার সামগ্রী তুলে দেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম, সদস্য সচিব সিহাবুজ্জামান চৌধুরী সিহাব, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী নুরানী প্রমুখ। এতে পঞ্চপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মমিনুর রহমানের সভাপতিত্বে সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, “রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। বিশেষ করে অস্বচ্ছল ও দুঃস্থ মানুষের সাহায্যে এগিয়ে আসি। স্বেচ্ছাসেবক দল সর্বদা জনগণের সেবায় নিবেদিত। আমরা চাই দেশের প্রতিটি মানুষ সুখে-শান্তিতে বসবাস করুক, বিশেষ করে ঈদের মতো পবিত্র দিনে যেন কেউ অভাব-অনটনে না থাকে। এই আনন্দ যেন সবাই উপভোগ করতে পারে, সেটাই তারেক রহমানের লক্ষ্য।”