গৌরব কুমার দাস, পঞ্চগড় প্রতিনিধিঃ
সারা দেশে অব্যাহত নারী-শিশু ধর্ষণ, খুন, চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে পঞ্চগড় জেলার সাধারণ শিক্ষার্থী ও পঞ্চগড় জেলা ছাত্রদল।
সোমবার (১০ মার্চ) দুপুরে পঞ্চগড় জেলার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এম আর কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। তারা বলেন, পোশাকের কারণে নারীরা শুধু ধর্ষণ হচ্ছে না। একজন বোরকা পড়া নারীও বর্তমানে ধর্ষণের শিকার হচ্ছে। অতএব এখানে পোষাক কোন কারণ না। শিশু থেকে বৃদ্ধ কোনো নারীই এখন নিরাপদ নয়।
অপরদিকে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ ক্যাম্পাসে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখা এক মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষকদের গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।