Saturday, March 15, 2025
Homeদিনাজপুরনারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দিনাজপুরে মানববন্ধন

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে দিনাজপুরে মানববন্ধন

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

সালাউদ্দিন আহমেদ, দিনাজপুর প্রতিনিধিঃ
নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধে দিনাজপুরবাসী সংগঠনের ব্যানারে দিনাজপুরে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধে সংবাদ সম্মেলন করা হয়েছে। পরে বিভিন্ন দাবিতে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক ও পল্লীশ্রী’র নির্বাহী পরিচালক শামীম আরা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং নারীর বিরুদ্ধে শারীরিক, মানসিক নিপীড়নের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। নারীকে বিভিন্নভাবে যৌন হেনস্তার শিকার হতে হচ্ছে। এ ছাড়াও ওয়াজ মাহফিলের নামেও নারীর বিরুদ্ধে অশালীন, অগ্রহণযোগ্য কথা বলা হচ্ছে, আপত্তিকর প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং আতঙ্কিত।

সংবাদ সম্মেলন শেষে প্রেসক্লাব সম্মুখ সড়কে নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধে দিনাজপুরবাসী সংগঠনটি মানববন্ধন পালন করে। এতে সংগঠনটির পক্ষ থেকে কিছু দাবি জানানো হয়।
দাবিগুলো হলো-নারী ও শিশুর প্রতি সহিংসতা দমনে যে সকল আইন বলবৎ রয়েছে, সেই আইনগুলোর যথাযথ প্রয়োগ ঘটানো হোক। নারী ও শিশু ধর্ষণ, হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার সম্পন্ন করে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক। নারী-শিশুর প্রতি যৌন হেনস্তা, নিপীড়নে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দেওয়া হোক। নারীর পোশাক সংক্রান্ত বিষয় নিয়ে অপপ্রচার বন্ধ করা হোক। নারী যেন অবাধে, মুক্ত পরিবেশে সমাজের সর্বত্র বিচরণ ও অংশগ্রহণ করতে পারে রাষ্ট্র কর্তৃক তার নিশ্চয়তা সৃষ্টি করা হোক এবং নারী নিপীড়নের সাথে জড়িত ব্যক্তিরা কোনোভাবেই যেন ছাড়া না পায়, তার নিশ্চয়তা তৈরি করা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারী ও শিশুর প্রতি সহিংসতা নিপীড়ন প্রতিরোধে দিনাজপুরবাসী সংগঠনটির যুগ্ম আহ্বায়ক তারিকুজ্জামান তারেক ও কানিজ রহমান, সদস্য উম্মে নাহার, রেজাউর রহমান রেজু, এ এস এমন মনিরুজ্জামান ও প্রমুখ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর