সালাউদ্দিদিন আহমেদ, দিনাজপুর প্রতিনিধিঃ
সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি সনাকের ডাকে আজ রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য দেন সনাকের জেলা কমিটির সভাপতি হাবিবুল ইসলাম, টিআইবির আঞ্চলিক সমন্বয়কারী আব্দুল হান্নান আজাদ,তরুণ শিক্ষার্থী তামানা আক্তার তনু, ইয়েস গ্রুপের দলনেতা কলেজিয়েট গার্লস্কুল এন্ড কলেজে সহকারী প্রধান শিক্ষক ফজলুল করিম, অবসরপ্রাপ্ত জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সন্ধ্যা রাণী বাগচী, সনাকের সহ-সভাপতি লায়লা চৌধুরী,এ্যাডভোকেট শৌলেন কান্তি রায় এবং প্রফেসর আব্দুল জলিল আহমেদ।
বক্তারা বলেন, মাগুড়া, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ফরিদপুর, টাঈালের মির্জাপুর, সীতাকুন্ড, জামালপুর, চট্রগ্রামসহ বিভিন্ন স্থানে পরিবার কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র নারী, শিশুরা ভয়াবহভাবে ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতন, ধর্ষণের প্রতিবাদ এবং অপরাধীদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা।
আলােচনায় জানানাে হয় ২০২৫ সালের জানুয়ারি মাসে সারাদেশে ৩৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। একটি গবেষণা উদ্ধৃত করে বলা হয় বছরের ফেব্রুয়ারি মাসেই ৭২ জন কন্যাশিশু এবং ১১৭ জন নারীসহ ১৮৯ জন বিভিন্ন সহিংসতার শিকার হয়েছে। ২০২৪ সাল ৪৯ শতাংশ নারীর ওপর ধরনের সহিংসতার ঘটনা ঘটেছিল।