আব্দুল হাই,নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ এস আই তাজ উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম ২৩ মার্চ ২০২৫ তারিখ সকাল আনুমানিক ০৬:৩০ ঘটিকার সময় নাগেশ্বরী পৌরসভাধীন মাল ভাঙ্গা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তার উপর স্কুল ব্যাগে করে অটো রিকশা যোগে মাদক পরিবহনের সময় ০৪ কেজি গাঁজা সহ নাগেশ্বরী রায়গঞ্জ রাঙ্গালীর বস এলাকার মাদক কারবারি আব্দুল গফুর (৪০), মোহাম্মদ শাহানুর আলম (৪৫) ও মোহাম্মদ খোকন মিয়া (২৭) দেরকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বলেন নাগেশ্বরীর রায়গঞ্জে মাদক কারবারিরা বিশেষ কায়দায় স্কুল ব্যাগে মাদক পরিবহনের সময় ৪ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশ মাদক বিরোধী অভিযান চলমান আছে। নাগেশ্বরীতে স্কুল ব্যাগে থেকে ৪ কেজি গাঁজা সহ আটক ৩নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।