আব্দুল হাই ,নাগেশ্বরী (প্রতিনিধি) কুড়িগ্রাম:
নাগেশ্বরীতে শরিয়াহ ভিত্তিক মাইক্রোফাইন্যান্স ছওয়াব‘র এর শাখা উদ্বোধন
হয়েছে। কুড়িগ্রাম জেলার নাগেশ্বর তে ১৭ ফেব্রুয়ারী (সোমবার) নাগেশ্বরী
শহরস্থ শাখা কার্যালয় শুভ উদ্বোধন করেন ছওয়াব‘র জেনারেল ম্যানেজার লোকমান
হোসাইন তালুকদার। এসময় উপস্থিত ছিলেন ছওয়াব ফাউন্ডেশনের জেনারেল
ম্যানেজার মোঃ আবুল হাসান ও সহকারী ম্যানেজার প্রোগ্রাম বিভাগের আবু
সাঈদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী কামিল মাদ্রাসার অধ্যক্ষ
মাওলানা শামছুদ্দিন ও সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হামিদ মিয়া, উপজেলা
সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুল হক খন্দকার (বেলাল মাস্টার ) নাগেশ্বরী ডিএম
একাডেমীর প্রধান শিক্ষক আনিছুর রহমান ও সিনিয়র শিক্ষক মোঃ আফজাল
হোসেন। নিকাহ কাজী রেজিষ্টার মোসলেম উদ্দিনস ও ফুলবাড়ী উপজেলা ছওব এর
অফিসার মোঃ এরশাদুল হক খন্দকার। উপজেলার বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ছওয়াব‘র জেনারেল ম্যানেজার লোকমান হোসাইন তালুকদার বলেন ছওয়াব‘
সর্ম্পূন হালাল পদ্ধতিতে শরীয়াহ ভিত্তিক ব্যবসা করে, কখনো অর্থ লেনদেন করে না।
পন্য কেনাবেচার মাধ্যমে ছওয়াব ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ কার্যক্রম পরিচালনা
করে আসছে। এছাড়াও ছওয়াব ফাউন্ডেশন সামাজিক কাজের অংশ হিসেবে
বিভিন্ন মাদ্রাসায়,অজুখানা নির্মাণ,টিওবয়েল স্থাপন ও মসজিদ নির্মাণের
করে আসছে।
ভবিষ্যতে কুড়িগ্রাম নাগেশ্বরীতে ছওয়াব ফাউন্ডেশনের উদ্যোগে মাদ্রাসা ও দুস্থ
মানুষের জন্য চিকিৎসার জন্য হাসপাতাল ও মসজিদ নির্মাণ করা হবে বলে তিনি
জানান।
নাগেশ্বরীতে মাইক্রোফাইন্যান্স ছওয়াব এর ৪তম শাখা উদ্বোধন
Facebook Comments Box