Thursday, April 3, 2025
Homeকুড়িগ্রামনা‌গেশ্বরী‌তে জামায়া‌তের ঈদ পুনর্মিলনী অনু‌ষ্ঠিত

না‌গেশ্বরী‌তে জামায়া‌তের ঈদ পুনর্মিলনী অনু‌ষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আব্দুল হাই, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ঈদ পরবর্তী জামায়া‌তে ইসলামী নেতাকর্মী‌দের নি‌য়ে ঈদ পুর্নমিলনী অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।
না‌গেশ্বরী কা‌মিল আলি‌য়া মাদ্রাসা মা‌ঠে ১ এপ্রিল (মঙ্গলবার) উপ‌জেলা সে‌ক্রেটারী মাওলানা শ‌হিদুল ইসলা‌মের সঞ্চালনায়উপ‌জেলা আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়ার সভাপতিত্বে প্রধান অতি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন না‌গেশ্বরী- ভুরুঙ্গ‌ামারী সংসদীয় ১ আস‌নের এম‌পি প্রার্থী মোঃ আনোয়ারুল ইসলাম।

প্রধান অ‌তি‌থির ব‌ক্তৃতায় অধ‌্যাপক আনোয়ারুল ইসলাম ব‌লেন পৃ‌থিবী‌কে গড়‌তে হ‌লে আগে নি‌জেকে গড়‌তে হ‌বে। ইসলা‌মের আলোকে সমাজ প্রতিষ্ঠিত করতে হ‌বে। তাকওয়া ভি‌ত্তিক সমাজ গঠন ও সুন্দর সমাজ বি‌র্নিমা‌নে নি‌জে‌দের ভু‌মিকা রাখ‌তে হ‌বে ।

প্রধান আলোচকের বক্তব্যে কু‌ড়িগ্রাম জেলা আমীর মাওলানা আব্দুল ম‌তিন ফারুকী বলেন ‌দির্ঘদিন আমরা কোনঠাসা অবস্থায় ছিলাম, ১৭ বছর জুলুম অত‌্যাচা‌রে প‌রেও দিন কা‌য়ে‌মে জন‌্য কাম‌ড়ে ধ‌রে ছিলাম। ইউনিয়ন থে‌কে জ‌াতীয় পর্যায় পর্যন্ত নির্বাচ‌নের জন‌্য প্রার্থী বাছাই করা হ‌য়ে‌ছে । বাছাই করা প্রার্থীর প‌ক্ষে কাজ কর‌তে হ‌বে সবাইকে । নির্বাচন ও সাংগ‌ঠনিক কা‌জে ভুমিকা রাখ‌তে হ‌বে ‌নি‌জে‌দের‌কে। আগামী‌তে সম্ভব‌্য বাছাই করা প্রার্থী‌দের‌কে সততার সা‌থে দা‌য়িত্ব পালন করার ম‌নোবল থাক‌তে হ‌বে। জুলাই বিপ্লব‌কে আমা‌দের ধারন কর‌তে হ‌বে । জুলাই বিপ্লবকে যারা ধারন ক‌রে না তা‌দের সা‌থে আমা‌দের কোন সর্ম্পক নাই। জেলা সহকারী সে‌ক্রেটারী মাওলানা আব্দুল হা‌মিদ ব‌লেন ১৬ টি বছর জেল জুলু‌মের শিকার হ‌য়ে‌ছি। জেল জুলু‌মের প‌রেও জামায়াত মানু‌ষের বিপ‌দে পা‌শে দা‌ড়ি‌য়ে‌ছে। জুলাই গনহত‌্যার বিচার না হওয়া পযর্ন্ত বাংলা‌দে‌শে কোন নির্বাচন হ‌বে না। ‌দেশ সংস্কা‌রের প‌রে নির্বাচন ব‌্যবস্থা কর‌তে হ‌বে।

সভ‌াপ‌তির বক্তৃতায় মাওলানা মান্নান ব‌লেন ১১ তা‌রিখ দাওয়া‌তি কাজ জোরদার কর‌তে হ‌বে ,সকল ইউনিয়ন পর্যায় ওয়ার্ড ক‌মি‌টি গঠন কর‌তে হ‌বে। এছাড়াও আরো বক্তব্যে রাখেন পৌর আমীর মকবুল হোসেন,সা‌বেক ভাইস চেয়ারম‌্যান ম‌জিবুল হক খন্দকার বেলাল, মাওলানা আফজাল হো‌সেন, উপ‌জেলা শ্রমিক কল‌্যান ফেডা‌রেশ‌নের সভাপ‌তি মোঃ র‌ফিকুল ইসলাম,বায়তুলমাল সে‌ক্রেটারী খন্দকার এরশাদুল হক , ইঞ্জিনিয়ার মোঃ শামছুল হক,সা‌বেক ছাত্রনেতা শাহদাত হো‌সেন ,ডাঃ আমিনুল ইসলাম,‌ সা‌বেক ছাত্রনেতা মোক‌সেদ আলী এছাড়াও উপ‌জেলার বাইরে অবস্থান করা বি‌ভিন্ন দায়িত্বশীল পর্যায়ের নেতারা ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর