Sunday, March 16, 2025
Homeকুড়িগ্রামনাগেশ্বরীতে অটো চালাক বেলাল হত্যার একজন গ্রেফতার

নাগেশ্বরীতে অটো চালাক বেলাল হত্যার একজন গ্রেফতার

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আব্দুল হাই,নাগেশ্বরী (প্রতিনিধি) কুড়িগ্রাম
বেলাল হোসেন নামের এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারের ঘটনায়
রংপুর থেকে অটোরিকশাসহ একজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা
পুলিশ।
সোমবার (৩ মার্চ) রাতে গ্রেফতারের বিষয়টি জানান নাগেশ্বরী থানা
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। রংপুর থেকে
একইদিন বিকেল ৫টার দিকে গ্রেফতার করা হয় বেলাল হত্যার আসামীকে।
গ্রেফতারকৃত যুবকের নাম জাহিদুর ইসলাম। তার বাড়ি কুড়িগ্রাম
ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোঁচাবাড়ী গ্রামে।
উল্লেখ্য গত শনিবার (১ মার্চ) দুপুরে নাগেশ্বরী উপজেলার এগারোমাথা
এলাকায় সড়কের পাশে ধানক্ষেতে নিহত অটোরিকশা চালক বেলাল
হোসেনের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মরদেহে উদ্ধার করে পুলিশ
ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদররে হাসপাতালে প্রেরণ করে।
নিহত বেলাল ফুলবাড়ী উপজেলার খোঁচাবাড়ী গ্রামের নুরনবী মিয়ার
ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত জাহিদুর ইসলাম নিজ এলাকায় ঘটনা না
ঘটিয়ে কৌশলে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলায় এনে অটো ছিনতাই
করে তাকে হত্যা করে ছিনতাই করে অটো।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা
জানান, অটোরিকশা চালক হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা
হয়েছে। আরও যারা জড়িত রয়েছে তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত
রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর