গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলা জামায়াতে ইসলামী অফিস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমির মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ রেজাউল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ সাইদুল ইসলাম সৈকত ও জেলা ইউনিট সদস্য মোঃ নূরে আলম সিদ্দিকী ও আঃ মান্নান সহ বিভিন্ন ইউনিয়ন আমীর বৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত ১৭ বছর ঈদ পূর্ণ মিলনী দূরের কথা আমরা দলীয় নেতা-কর্মীরা একত্রিত হয়ে কোন পরামর্শ সভা পর্যন্ত করতে পারি নাই। দীর্ঘ দিন পরে স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারায় আল্লাহর শুকরিয়া আদায় করেন নেতা কর্মীরা। সেই সাথে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পাওয়ায় তাদের এই আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।