রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
দেশজুড়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী মশাল মিছিল হয়েছে ঠাকুরগাঁওয়ে। সোমবার রাতে “ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁও” এর ব্যানারে পৌর শহরের হল পাড়া ছাত্র ইউনিয়নের কার্যালয়ে সামনে থেকে মশাল মিছিলটি বের হয় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দ্রুত ধর্ষণকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে। নারীদের নিরাপত্তা দিতে হবে, কেউ যেন আর এরকম ন্যাক্কারজনক ঘটনা না ঘটাতে পারে সেই দিকে সরকারের খেয়াল রাখতে হবে।
Facebook Comments Box