Monday, April 21, 2025
Homeপঞ্চগড়দেবিগঞ্জে ড্রাম ট্রাক বিদ্যুতায়ীত হয়ে একজনের মৃত্যু

দেবিগঞ্জে ড্রাম ট্রাক বিদ্যুতায়ীত হয়ে একজনের মৃত্যু

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

গৌরব কুমার দাস, পঞ্চগড় প্রতিনিধি:

দেবিগঞ্জে ৩৩,০০০ (তেত্রিশ হাজার) ভোল্ট বৈদ্যুতিক তারের লাইনে ড্রাম ট্রাক বিদ্যুতায়ীত হয়ে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দেবিগঞ্জ পৌরসভার আব্দুলপুর রাংগা ফিলিং স্টেশনের কাছে একটি ড্রামট্রাক গ্রীজিং করার সময় ৩৩,০০০ (তেত্রিশ হাজার) ভোল্টের বৈদ্যুতিক লাইনের সাথে গাড়িটি বিদ্যুতায়ীত হয়ে ঘটনাস্থলেই মটোর মেকানিক রুবেল ইসলামের (২১) মৃত্যু হয়। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। আহতদেরকে ফায়ার সার্ভিসের সহায়তায় দেবিগঞ্জ উপজেলা হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আজ ২১ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০.০০ টা নাগাদ দেবিগঞ্জ রাংগা ফিলিং পাম্প সংলগ্ন আল্লাহরদান ভলকানাইজিং দোকানে একটি ড্রাম ট্রাকের (যশোর ট -১১৫৫৬৪) গ্রীজিং করার সময় ড্রাইভারের ভুলের কারণে উপরে থাকা ৩৩০০০ বিদ্যুত লাইনের সাথে ড্রাম ট্রাকটির সংযোগ ঘটে যায়। এ সময় ট্রাকের নীচে গ্রীজিং করা অবস্থায় রুবেল সহ আরো ২ জন বিদ্যুতায়ীত হলে ঘটনাস্থলে রুবেল ইসলাম মৃত্যু বরন করে। নিহত রুবেল আল্লাহর দান ভলকানাইজিং এর মেকানিক ও সত্তাধীকার জুয়েলের শ্যালক।

পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে লাশ বের করেন এবং আহতদের হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় দেবিগঞ্জ পুলিশের এসআই আজাদ সাংবাদিকদের জানান, পুলিশ তথ্য সংগ্রহ পূর্বক মামলার প্রস্তুতি নিচ্ছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর