Saturday, March 15, 2025
Homeআন্তর্জাতিকদুই শিশুকে যৌন হয়রানির ঘটনায় এবার উত্তাল মুম্বাই, ইন্টারনেট সেবা বন্ধ

দুই শিশুকে যৌন হয়রানির ঘটনায় এবার উত্তাল মুম্বাই, ইন্টারনেট সেবা বন্ধ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

চার বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। বুধবার (২১ আগস্ট) মুম্বাইয়ের কাছের বাদলাপুর শহরে সব স্কুল ও ইন্টারনেট- সেবাও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে ভারতজুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের মধ্যেই বাদলাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এল।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট-সেবা বন্ধ করে দিয়েছে। ন্যায়বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার থানে জেলার বাদলাপুর রেলওয়ে স্টেশনে সকাল ৮টা থেকে কয়েক ঘণ্টা রেললাইন অবরুদ্ধ করে রাখে। স্কুলের গেট, জানালা, বেঞ্চ এবং দরজা ভাঙচুর করে। এসময় দুই কর্মকর্তাসহ ১৭ জন পুলিশ সদস্য আহত হন।

খবরে আরও বলা হয়, মুম্বাই থেকে ৫০ কিলোমিটার দূরে বদলাপুরের এ ঘটনায় স্কুলের এক পরিচ্ছন্নতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার জেরে স্কুলের অধ্যক্ষ, একজন শ্রেণি শিক্ষক এবং একজন মহিলা পরিচারিকাকে বরখাস্ত করে স্কুল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

-ডেস্ক/সা

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর