সালাউদ্দিন আহমেদ, দিনাজপুর প্রতিনিধিঃ
একে অপরকে সহযোগিতা করা এবং স্কুলের মানোন্নয়নসহ সম্প্রদায়ের কল্যাণে কাজ ইচ্ছে ধারন করে ” দিনাজপুর জিলা এক্স স্কুল স্টুডেন্ট সোসাইটি” সংগঠনের আত্বপ্রকাশ ঘটেছে দিনাজপুরে। আজ শুক্রবার দিনাজপুর প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নব গঠিত সংগঠনের আত্বপ্রকাশের ঘোষনা দিয়েছেন উদ্দ্যেগক্তারা। এসময় মোবাইল ফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান, কমিটির সভাপতি বঙ্গবন্ধু (পিজি হাসপাতাল) মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডাঃ নজরুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে উপস্হিত ছিলেন সহ সভাপতি গোলাম নবী দুলাল, মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু, শাহ রেজাউর রহমান হিরু, মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং সহ সাধারন সম্পাদক আতিয়ার রহমানসহ অন্যান্যরা।
কমিটির সহ সভাপতি এ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের প্রয়োজনীয়তাও পরিবর্তিত হচ্ছে। তাই নব গঠিত সোসাইটিকে আরও কার্যকরী, প্রাসঙ্গিক এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়নে সহায়ক করে তুলতে হবে।
এছাড়াও সামাজিক দায়বদ্ধতায় স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। আমরা যে শিক্ষা পেয়েছি, তা আমাদের আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে। তাই আমাদের দায়িত্ব হলো, সেই শিক্ষার আলো আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আমাদের সমাজের উন্নয়নে কাজ করা।
তিনি আরো বলেন, আমরা জানি, অনেক ক্ষেত্রে স্কুলের অবকাঠামোগত সমস্যা বা চাহিদা রয়েছে, যা শিক্ষার মানে প্রভাব ফেলতে পারে। আমরা সেইসব সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলো সমাধান করার পরিকল্পনা নিচ্ছি। আমরা চাই, আমাদের স্কুলে উন্নত সুযোগ সুবিধা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের জন্য আধুনিক পাঠ্যক্রমের ব্যবস্থা হোক। এজন্য জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষার্থীদের একত্রিত করতে চাই, যারা নিজেদের অভিজ্ঞতা, জ্ঞান এবং সম্পদ দিয়ে আমাদের সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে প্রস্তুত।
কমিটির সাধারন সম্পাদক রেজা হুমায়ুন ফারুক চৌধূরী শামিম বলেন, জিলা স্কুলের ১৭১ বর্ষপূর্তি প্রাক্তন ছাত্রদের মিলন মেলা উদযাপন করা হবে। এছাড়াও জাতীয় দিবসগুলিতে অংশগ্রহণ এবং স্থানীয় উদ্যোগসমূহে অংশগ্রহণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান, প্রাক্তন সকল শিক্ষার্থীদের সাথে একটি নেটওয়ার্কিং প্লাটফর্ম গড়ে তোলা ছাড়াও, আমরা প্রতিবছর একটি বড় রকমের ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা করেছি।
একযোগে কাজ করে, স্কুল এবং সমাজের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে জিলা স্কুলের সকল প্রাক্তন শিক্ষার্থীদের নব গঠিত দিনাজপুর জিলা এক্স স্কুল স্টুডেন্ট সোসাইটিতে নামে রেজিস্ট্রেশন করার জন্য উদাত্ত জানিয়েছেন উদ্দ্যেক্তারা।