Tuesday, April 8, 2025
Homeদিনাজপুরদিনাজপুরে বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তি, মহাসড়ক অবরোধ

দিনাজপুরে বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তি, মহাসড়ক অবরোধ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আসতারুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে নবী করিম (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে সজীব দাসকে (২৫) গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেছে তৌহিদি জনতা। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টা এই অবরোধ চলায় যানবাহন চলাচল ব্যাহত হয়।

অবরোধকারীদের দাবি, বুধবার সজীব দাস ফেসবুকে নবীজি (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় স্থানীয় মুসলমানরা ক্ষুব্ধ হন। ঘটনার পর থেকে সজীব দাসকে গ্রেপ্তারে প্রশাসনের গাফিলতির অভিযোগ তোলেন তারা।

দিনাজপুর সদর উপজেলার বনতাড়া দাসপাড়া গ্রামের বাসিন্দা সজীব দাসের বাড়িতে গিয়ে উত্তেজিত জনতা ভাঙচুর চালায়। স্থানীয়রা ধারণা করছে, সীমান্তের কাছাকাছি বাড়ি হওয়ায় তিনি ভারতে পালিয়েছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জানে আলমের নেতৃত্বে প্রশাসনের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়। কোতোয়ালি থানার ওসি মো. মতিউর রহমান জানান, দ্রুত মামলা করে আসামিকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেছেন।
এদিকে অবরোধকালে দুপুরে মহাসড়কের ওপরই জোহরের নামাজ আদায় করেন প্রতিবাদকারীরা। এ সময় শতাধিক যানবাহন আটকে থাকায় অনেক যাত্রীকে হেঁটে চলাচল করতে দেখা যায়।

স্থানীয় হেফাজতে ইসলাম নেতা মাওলানা মতিউর রহমান কাসেমী বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।’

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর