দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে একজন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছিলেন নাজমুল হক নামে এক ব্যক্তি। সেই ঘটনার প্রতিবাদে আজ সোমবার দিনাজপুর প্রেস ক্লাবে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা মিজানুর রহমান সাজু।
তার বিরুদ্ধে আনিত অভিযোগ ়ভিত্তিহীন দাবি করে জমি ক্রয় করে মালিকানা গ্রহনের বিষয়ে তথ্য উপাত্ত উপস্হাপন করেছেন তিনি। এসময় উপস্থিত ছিলেন জমি বিক্রেতা গুলজারসহ পাড়া পড়সিরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মিজানির রহমান সাজু জানান, তার বিরুদ্ধে ২ একর সম্পত্তি জোবর দখলের অভিযোগ তুলে ভুমিদস্যু সন্ত্রাসী আখ্যা দিয়ে গত ১৫ মার্চ নাজমুল হক নামে এক ব্যক্তি সংবাদ সম্মেলন করেছিলেন। সেই খবর বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ায় প্রকাশ পায়। অভিযোগে জানানো হয়েছিল অভিযোগকারির উত্তর গোসাইপুর মৌজার এস এ ১৪১ খতিয়ানের ৫১২ দাগের বসতভিটাসহ ভোগ দখলীয় ২ একর বাগান এবং বসতভিটার সম্পত্তি নাকি দখল করেছি। প্রকুত পক্ষে অভিযোগকারি নাজমুল হকের চাচাতো ভাই গুলজার পরিবারের কাছে আমি ১০ শতক জায়গা দালিলিক ভাবে ক্রয় করেছি। অভিযোগকারির আপত্তি এবং দাবির বিষয়ে মালিকানা নিশ্চিত করতে উপ পরিদর্শন রুস্তমের মাধ্যমে তিন তিনবার কোতোয়ালী থানায় উভয় পক্ষসহ স্হানীয় গন্যমান্য ব্যক্তিরা বসেছিলেন। কিন্তু অভিযোগকারি নাজমুল হক দাবিকৃত জমির কোন দালিলিক প্রমান দেখাতে পারেনি। পরে স্হানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্হিতি আমিনের মাধ্যমে মাপযোগ কর খুটি পুতে ক্রয়কৃৃত জমির অংশ নির্ধারন করে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছিল। ক্রয়কৃত জমির ইতমধ্যে খাজনা খারিজ সম্পন্ন হয়েছে জমি ক্রেতা সাজুর নামে।
রাজনৈতিক সামাজিক ভাবে তাকে হেয় প্রতিপন্ন করতে মিমাংসিত বিষয়টি আবারো সংবাদ সম্মেলনে উপস্হাপনকারি নাজমুল হক আওয়ামী লীগের দোসর বলে অভিযোগ তার। ৫ লাখ টাকা দিলে জমি দখলের আনা অভিযোগ মিমাংসা হবে বলে প্রস্তাব দিচ্ছে তারা।
বিএনপিকে বির্তকিত করতে আমাকে জড়িয়ে মিথ্যা প্রচারনায় লিপ্ত হয়েছে নাজমুল হকসহ তার অনুসারিরা।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য মিথ্যা যাছাই করে দোষির শাস্তি দাবি করেছেন জমির ক্রেতা বিএনপি নেতা মিজানুর রহমান সাজু।
এসময় উপস্থিত ছিলেন সাজুর কাছে জমি বিক্রেতা গুলজার, রেজাউল ইসলামসহ অন্যান্যরা।