দিনাজপুরে অভিযান চালিয়ে তিন ডায়াগনস্টিক সেন্টার মালিককে ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজের সামনে অভিযান পরিচালনা করা হয়।
এদের মধ্যে বন্ধন ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, প্রাইম পয়েন্ট ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা ও যমুনা ডায়াগনস্টিক কমপ্লেক্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, জেলায় অসংখ্য অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। ইতোমধ্যে সেগুলো চিহ্নিত করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।
-দিনাজপুর প্রতিনিধি
Facebook Comments Box