মোঃ মাহফুজুর রহমান সরকার,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংস্থা পল্লী বিকাশ সহায়ক সংস্থার উদ্যোগে ঈদসামগ্রী বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বাদ আসর উপজেলার বারপাইকেরগড় সংস্থার প্রধান কার্যালয়ে এ বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সংস্থার সদস্য সচিব মাসুদ রানার সঞ্চালনা ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ সুলতান কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বারপাইকেরগড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজের সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু, ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন। এ সময় বক্তারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংস্থার উত্তরোত্তর উন্নতি কামনা করেন। বিতরণ অনুষ্ঠানে বিধবা, স্বামী পরিত্যক্তা, দুস্থ ও অসহায় শতাধিক পরিবারের মাঝে চিনি, লাচ্চা, মুড়ি ও দুধের প্যাকেট বিতরণ করা হয়। পরে উপস্থিত দুই শতাধিক লোকের আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম শফি, মাহফুজুর রহমান সরকার, সংস্থার সদস্য আনোয়ার হোসেন, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।