এনামুল হক দুখু, তারাগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় গভীর রাতে ঔষধের দোকানের তালা কেটে মুল্যবান ঔষধ নিয়ে গেছে চোর চক্রের একটি দল।খোজ নিয়ে জানা যায় ,সোমবার (২৪ ফেব্রুয়ারি) রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে, উপজেলার ঘনিরামপুর বেলতলি এলাকায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ,রেজাউল করিম নওয়াব নামের এক ব্যবসায়ির ওষুধের দোকানে এ চুরির ঘটনা ঘটে।
বেলতলি এলাকার এনামুল হোমিও হলের চিকিৎসক মোঃ রেজাউল করিম (নয়ামিয়া) বলেন, আমাদের এলাকায় চুরির ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আজ থেকে প্রায় দশ দিন আগে বেলতলি এলাকার পাশেই ব্রাদার্স কোল্ড ষ্টোরেজ নামের একটি হিমাগারে,দায়িত্বরত নৈশ্যপ্রহরীদের বেঁধে রেখে ঐ ষ্টোরের মুল্যবান মেশিনপত্র চুরি করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। আমরা এখানকার ব্যবসায়িরা খুবই আতঙ্কে আছি।
চুরি হওয়া ঔষধের দোকানের মালিক মোঃ রেজাউল করিম নওয়াব বলেন, প্রতিদিনের মত আমি এ রাতেও দোকান বন্ধ করে সব দেখেশুনে বাড়িতে আসি। আমার দোকান থেকে প্রায় ছয় লক্ষ টাকার মালামাল চোরেরা নিয়ে গেছে। এতে আমার অপুরণীয় ক্ষতি হয়ে গেল। ওই দোকানটাই আমার আয়ের মুল উৎস ছিলো।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাঈদুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর আমি তারাগঞ্জ থানা পুলিশ সদস্যদের সেখানে পাঠিয়েছি। চুরি যাওয়া ঔষধ উদ্ধারের জন্য আমরা চেষ্টা করছি।