এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আজ সোমবার (৩ মার্চ) রাত ৮ টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের চিকলী বাজার এলাকায় অটো রিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় আরো ১ জন।
খোঁজ নিয়ে জানা গেছে, অটোরিকশাটি চিকলী বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় অটোতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয় ও আর একজন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক,ওই ব্যক্তির দুটি পা বিচ্ছিন্ন হয়েছে। দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় জানা সম্ভব হয়নি।
Facebook Comments Box