Sunday, March 16, 2025
Homeনীলফামারীডোমারে বিএনপির সম্প্রীতির সমাবেশ

ডোমারে বিএনপির সম্প্রীতির সমাবেশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নীলফামারী প্রতিনিধিঃ

সাম্প্রদায়িক সম্প্রীতি, বৈষম্যহীনতা, সমঅধিকার, অগ্রগতি ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলায় জন সমাবেশ করছে উপজেলা বিএনপি। এরেই ধারাবাহিকতায় বামুনিয়ায় জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডোমার উপজেলা শাখা।

সোমবার (১৬ই সেপ্টেম্বর) সন্ধায় উপজেলার বামুনিয়া ইউনিয়নের হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সভাপতি  মোঃ রেয়াজুল ইসলাম কালু।

বামুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ স্বপন ইসলামের সঞ্চালনায় এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক  মোঃ আখতারুজ্জামান সুমন।

এ সময় জনসমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ডোমার পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান (তুলু), সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন (সুমন), পৌর কাউন্সিলর মোঃ আনোয়ারুল হক, উপজেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সভাপতি সৈয়দ মোঃ নুরনবী হোসেন নয়ন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ইমরানুল হক আনোয়ার, উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, পৌর জাতীয়তাবাদী ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ রাকিব আল আকাশ সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। এর আগে সোনারায়,  পাঙ্গা মটুকপুর ও বোড়াগাড়ী ইউনিয়নে জন সমাবেশ করেছে দলটি।

সমাবেশে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডোমার-ডিমলার সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতকে শক্তিশালী করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর