Saturday, March 15, 2025
Homeআইন-আদালতঅপরাধ ও দুর্নীতিডোমারে ধর্ষনের শিকার শিশুর সন্তান প্রসব, গ্রেফতার-১

ডোমারে ধর্ষনের শিকার শিশুর সন্তান প্রসব, গ্রেফতার-১

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃআব্দুল্লাহ আল মামুন, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী মা হওয়ার ঘটনায় তহিদুল ইসলাম গাঠি নামে একজনকে মামলার সাড়ে চার মাস পর গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহষ্পতিবার(১০অক্টোবর)সন্ধ্যায় ডোমার থানা এসআই রুস্তম আলী ও এএসআই আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তি¡তে লালমনিহাট জেলার পাটগ্রাম সিমান্তবর্তী ষোলঘড়িয়া মাষ্টারপাড়া এলাকা থেকে গাঠিকে গ্রেফতার করেন।
জানা যায়, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের নয়ানী বাগডোকরা গ্রামের সনাতন ধর্মের বাদ্যকার সম্প্রদায়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। চলতি বছরের গত ১৫জানুয়ারী দুপুরে প্রতিবেশী মৃত ছকমল আলীর ছেলে তহিদুল ইসলাম গাঠি(৪৩), মৃত দাতুরামের ছেলে জলধর রায় ভুচলু(৫০) ও মৃত মেনাজ উদ্দিনের ছেলে বছির উদ্দিন(৫৫) ওই ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ীর পাশের্^ ভুট্টা ক্ষেতে একাধিকবার ধর্ষণ করে।এবং পরবর্তীতে ঘটনার ব্যাপারে কাউকে না বলার জন্য ওই স্কুলছাত্রী ও তার পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় ধর্ষণকারীরা। কিছুদিন পর ছাত্রীটির শারীরিক পরিবর্তন আসলে,সে তার মা’কে ঘটনার বিবরণ দেন। স্বাস্থ্য পরিক্ষায় গর্ভবতীর বিষয়টি নিশ্চিত হলে ৩১মে পরিবারের লোকজন উপস্থিত হয়ে ডোমার থানায় তিনজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা দায়ের ছাত্রীটির বাবা।এভাবে দিন অতিবাহিত হওয়ার পর গত ৩০আগস্ট ছাত্রীটি এক ছেলে সন্তানের জন্ম দেয়।বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভুগী ছাত্রীর মা।
ধর্ষণ মামলার সাড়ে চারমাস অতিবাহিত হওয়ার পর ডোমার থানার নবাগত অফিসার ইনচার্জ এর তৎপরতায় এক নং আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ডোমার থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. আরিফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত গাঠিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর