Sunday, March 16, 2025
Homeনীলফামারীডোমারে ধর্ষনের শিকার কিশোরীর কোলে শিশু !

ডোমারে ধর্ষনের শিকার কিশোরীর কোলে শিশু !

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আব্দুল্লাহ আল মামুন ডোমার প্রতিনিধিঃ ধ*র্ষনের শিকার হয়ে এক  শিশুর সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা করলেও আজ পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশ বলছে তারা আসামীদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে।
ধর্ষ*নের শিকার চতুর্থ শ্রেনীর ছাত্রী শিশুটি গর্ভবতী হবার পর গত এক সপ্তাহ আগে এক ছেলে সন্তানের জন্ম দেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত ধর্ষনের সাথে জড়িত কেউ গ্রেফতার না হওয়ায় নবজাতক শিশুকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছে মেয়েটির পরিবার।
নীলফামারী জেলার ডোমার উপজেলার বোড়াগাড়ি ইউনিয়নের নয়ানি বাগডোকরা এলাকায় এই ঘটনাটি ঘটে।
শিশুটি পশ্চিম বাগডোকরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্রী। শিশুটির পরিবার জানায়,গত ১৫ জানুয়ারি দুপুরে একই এলাকার মৃতঃ ছকমলের ছেলে গাঠি(৪২)  মৃতঃ দাতু এর ছেলে ভুচলু (৫০) ও মৃতঃ মেনাজ উদ্দিনের ছেলে বছির উদ্দিন(৫৫) মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের ভুট্টা ক্ষেত ও মেয়েটির বাড়িতেও একাধিক বার ধর্ষন করে। পরবর্তীতে মেয়েটি যেনো ঘটনার ব্যাপারে কাউকে না বলে সেজন্য ওই স্কুলছাত্রী ও পরিবারকে মেরে ফেলার হুমকি দেয় আসামীরা।
ধর্ষিত ওই স্কুলছাত্রীর বাবা-মা আরো জানান, কাজের সুবাধে সারাদিন বাইরে থাকতে হয়। আমরা স্বামী-স্ত্রী বাড়ি না আসা পর্যন্ত স্কুল শেষ করে বাড়িতে একাই থাকে সে। বাড়িতে একা পেয়ে ধর্ষকেরা আমার ছোট্ট মেয়েকে একাধীকবার ধ*র্ষন করে। বিষয়টি  যাতে কেউ জানতে না পারে  এবং জানা জানি হলে শিশুটিকে মেরা ফেলা হবে বলে  হুমকি দেয় ধ*র্ষক*রা।
এরপর মেয়ের শারীরিক পরিবর্তন নজরে এলে মেয়েটি আমাদের ধ*র্ষনে*র বিষয়টি জানায়। ঘটনা জানার পর গত ৩১ মে ডোমার থানায় তিনজনকে আসামী করে একটি ধর্ষন মামলা দায়ের করি। মামলা দায়ের করার পর ধর্ষকেরা আমাদের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে।
এদিকে গত ৩০ আগষ্ট তারিখে আমার মেয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেয়।
মেয়ের সাথে এমন ঘটনার পর আমরা প্রতিনিয়ত সামাজিক বঞ্চনার স্বিকার হচ্ছি। লোকলজ্জার ভয়ে বাড়ির বাইরে ঠিকমতো কাজে যেতে পারছিনা। আয় রোজগার কম থাকায় অসুস্থ মেয়েকে ও তার নবজাতককে নিয়ে সংসার চালাতে বেশ হিমশিম খেতে হচ্ছে।। ঘটনার বিচার চেয়ে ডোমার থানায় মামলা করার পরও কাউকে গ্রেফতার করতে পারেনি  পুলিশ।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসীন আলী বলেন, শিশু ধ*র্ষনে*র ঘটনায় মামলা হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর