আব্দুল্লাহ আল মামুন,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে এক বিশিষ্টজনদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) বিকেলে উপজেলা মডেল মসজিদে আয়োজিত এ মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা আমীর খন্দকার মো. আহমাদুল হক মানিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চল টিম সদস্য মুহাম্মদ আব্দুর রশীদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল হাকিম।
বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, সামাজিক ন্যায়বিচার ও ইসলামের নির্দেশিত পথ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার ও সুস্থ রাজনৈতিক চর্চা প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।