Sunday, March 16, 2025
Homeনীলফামারীডোমারে জমিয়ত,যুব জমিয়ত,ছাত্র জমিয়তের যৌথ সভা অনুষ্ঠিত

ডোমারে জমিয়ত,যুব জমিয়ত,ছাত্র জমিয়তের যৌথ সভা অনুষ্ঠিত

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

নীলফামারী প্রতিনিধি: “জমিয়তের দাওয়াত,জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম” এই শ্লোগানে নীলফামারীর ডোমারে জমিয়ত,যুব ও ছাত্র জমিয়তের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রোববার (১৫সেপ্টেম্বর) সকাল ১১টায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ডোমার উপজেলার সোনারায় বাজারস্থ অস্থায়ী অফিস কার্যালয়ে এই যৌথ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে হাফেজ ক্বারী মাওলানা মোঃ জাফর আহম্মেদ জমিয়তের আর্দশে অনুপ্রাণিত হয়ে মহাসচিব মাওলানা মঞ্জুরুল হক আফেন্দির হাতে ফুলের তোড়া উপহার দিয়ে জমিয়ত উলমায়ে ইসলাম বাংলাদেশে যোগদান করেন।
জমিয়তের মহাসচিব অন্তবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়ে যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবী জানিয়েছেন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা ইসমাইল হুসাইন রিয়াজী’র সভাপতিত্বে ও মুফতি মাহমুদ বীন আলমের সঞ্চালনায় এ সময় জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ মঞ্জুর, ডোমার উপজেলা শাখার সভাপতি মাওলানা ফজলুর রহমান, ডিমলার শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হুসাইন, কিশোরগঞ্জ উপজেলার শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম, রংপুর বিভাগ যুব জমিয়তের সদস্য সচিব নুরুজ্জামান, জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা রাজু রুহানি, আমেরিকা প্রবাসী প্রকৌশলী জাহিদুল ইসলাম, মাওলানা আ: মান্নান, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা শাহীনুর রহমান উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর