আব্দুল্লাহ আল মামুন, মো. নাঈম শাহ্, (নীলফামারী) প্রতিনিধি:
‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে তিস্তার নদীর পানি বণ্টন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারীর তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) তিস্তা নদী রক্ষা আন্দোলনের আয়োজনে অবস্থান কর্মসূচিতে ভোর থেকেই তিস্তা পাড়ে জড়ো হতে শুরু করেছে মানুষ।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া তিস্তা পাড়ের বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘আমাদের প্রধান যে দাবি হল, তিস্তা মেগা প্রকল্প আমরা অনতিবিলম্বে বাস্তবায়ন চাই। আর কোনো কালক্ষেপন চাই না।’
আরেক অংশগ্রহণকারী রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের যখন পানির প্রয়োজন নেই তখন পানি ছেড়ে দেয় ভারত। আর যখন পানির প্রয়োজন তখন পানি বন্ধ করে রাখে। আমরা এটা চাই না। আমরা চাই পানি সঠিকভাবে পানি বণ্টন করা হোক ও তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন হোক।’
তিস্তার ডালিয়া ব্যারেজের পূর্ব-পশ্চিম দুই দিকে দুইটি পয়েন্ট রয়েছে। এরমধ্যে পূর্ব দিকে অবস্থান করছেন নীলফামারী জেলা বিএনপি সহ তিস্তা পাড়ের সাধারন মানুষেরা। পশ্চিম দিকে অবস্থান করছে লালমনিরহাটের হাতিবান্ধা ও পাটগ্রামের উপজেলার বিএনপির পাশাপাশি তিস্তাপাড়ের সাধারণ মানুষ।
এই অবস্থান কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ভার্চুয়ালি বক্তৃতা প্রদান করেন। অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি রাহেদুল ইসলাম দোলন, মাহবুবুর রহমান মাহবুব, মোস্তফা হক প্রধান বাচ্চু, মীর সেলিম ফারুক, মুক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর শেপু, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, ডোমার উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক সুমন ইসলাম, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু, নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুতফুল আলম চৌধুরী শুভ, জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু সুফিয়ান রুমেল, সাধারণ সম্পাদক মোর্শেদ আযম, জেলা শ্রমিক দলের সভাপতি নুর আলম, সাধারন সম্পাদক জামিয়ার রহমান সহ আরও অনেকে।