Saturday, March 15, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ২ যুবক আটক

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ২ যুবক আটক

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বুধবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী বিওপির বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। পরে সন্ধ্যায় থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণামরী গ্রামের রমজান আলীর ছেলে আলম (৩০) ও একই গ্রামের মণ্ডল মোহাম্মদের ছেলে রহিম (৩০)।

বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা-পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেলে উপজেলার আমজানখোর বেউরঝাড়ী সীমান্তের কলসিরমুখ নামক এলাকার ৩৭৯/৮ এস মেইন পিলার দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন ওই দুই যুবক। এ সময় ওই এলাকায় টহলে থাকা বেউরঝাড়ী বিওপির সদস্যরা তাঁদের আটক করেন। পরে সন্ধ্যায় তাঁদের থানায় হস্তান্তর করে বিজিবির সদস্যরা।

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী জানান, সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সময় দুজনকে আটক করে থানায় দিয়েছেন বিজিবির সদস্যরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর