Thursday, March 20, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁও সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁও সীমান্তে আটক ২ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃ আবু বক্কর সিদ্দিক, ঠাকুরগাঁও প্রতিনিধি
অনুপ্রবেশকারী হিসেবে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ
অনুপ্রবেশকারী হিসেবে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ
ঠাকুরগাঁও সীমান্তে অনুপ্রবেশকারী হিসেবে বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশিকে বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। শুক্রবার সকালে ঠাকুরগাঁও ৫০ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজিবি জানায়, বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ঠাকুরগাঁওয়ের বেতনা সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অভ্যন্তরে এই দুই বাংলাদেশি নাগরিককে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক করে বিএসএফ। আটক দুজন হলেন– বিকাশ শীল (২২) ও পূর্ণ নাথ (২৬)। বিকাশ শীল জেলার রাণীশংকৈল উপজেলার যোগীপাড়া গ্রামের দুলাল শীলের ছেলে। পূর্ণনাথ রাণীশংকৈল উপজেলা সদরের মদন নাথের ছেলে। এ সময়ে তাদের সঙ্গে যাওয়া অপর তিন বাংলাদেশি নাগরিক ঘটনাস্থল থেকে বাংলাদেশের দিকে পালিয়ে যায় বলে বিএসএফ জানায়।
এ ঘটনা জানার পর আটক বাংলাদেশি নাগরিকদের ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে বিজিবি। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সীমান্ত পিলার ৩৬৬/২-এফের কাছে ভারতের অভ্যন্তরে মানিকখাড়ী নামক স্থানে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ফলপ্রসূ এই বৈঠকের মাধ্যমে ওই বাংলাদেশি নাগরিকদের বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
পরে বিজিবি অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে ওই দুজনকে হরিপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর