Friday, March 21, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নির্বাচিত লুৎফর রহমান মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা

ঠাকুরগাঁও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নির্বাচিত লুৎফর রহমান মিঠু, পীরগঞ্জ প্রেসক্লাবের শুভেচ্ছা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ: ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান মিঠু ঠাকুরগাঁও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এক বিবৃতিতে বলেন, লুৎফর রহমান মিঠু একজন অভিজ্ঞ ও দক্ষ সংগঠক। তাঁর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা স্কাউটের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিশু-কিশোরদের মাঝে স্কাউট আন্দোলন আরও জনপ্রিয় হয়ে উঠবে। তাঁর নেতৃত্বে স্কাউট সদস্যদের সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

পীরগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বলেন, লুৎফর রহমান মিঠুর অভিজ্ঞতা ও কর্মদক্ষতা ঠাকুরগাঁও জেলা স্কাউটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাঁর সফলতা ও মঙ্গল কামনা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, লুৎফর রহমান মিঠু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। ঠাকুরগাঁও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নেতৃত্বে সংগঠনটি নতুন দিগন্তের পথে এগিয়ে যাবে বলে সকলে আশাবাদী।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর