আবু বক্কর সিদ্দিক, পীরগঞ্জ: ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. লুৎফর রহমান মিঠু ঠাকুরগাঁও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা এক বিবৃতিতে বলেন, লুৎফর রহমান মিঠু একজন অভিজ্ঞ ও দক্ষ সংগঠক। তাঁর নেতৃত্বে ঠাকুরগাঁও জেলা স্কাউটের কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিশু-কিশোরদের মাঝে স্কাউট আন্দোলন আরও জনপ্রিয় হয়ে উঠবে। তাঁর নেতৃত্বে স্কাউট সদস্যদের সৃজনশীলতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
পীরগঞ্জ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরাও নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানিয়ে বলেন, লুৎফর রহমান মিঠুর অভিজ্ঞতা ও কর্মদক্ষতা ঠাকুরগাঁও জেলা স্কাউটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাঁর সফলতা ও মঙ্গল কামনা করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, লুৎফর রহমান মিঠু দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। ঠাকুরগাঁও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক হিসেবে তাঁর নেতৃত্বে সংগঠনটি নতুন দিগন্তের পথে এগিয়ে যাবে বলে সকলে আশাবাদী।