Saturday, March 15, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মেয়ে-জামাইকে সংবর্ধনা

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের মেয়ে-জামাইকে সংবর্ধনা

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ঠাকুরগাঁও প্রতিনিধি:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী ড. শামারুহ মির্জা ও জামাই লেখক ড. ফাহাম আব্দুস সালামকে সংবর্ধনা দিয়েছে ঠাকুরগাঁও ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অগার্নাইজেশন (ইএসডিও)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের গোবিন্দনগর ইএসডিও’র প্রধান কার্যালয় জয়নাল আবেদীন মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরাও এই দুই গুনীকে সংবর্ধনা দেন।

ইএসডিও’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংক (এডিবি) যুগ্ম সচিব পরিমল সরকার, শিক্ষাবিদ মনতোষ কুমার দে, সাবেক জেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন ও ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

ড. শামারুহ মির্জা বলেন, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবার সাথে মেশা উচিত। ভালো-মন্দ, দল, বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে মিশবেন, কারণ আপনি যে আপনার মতো নন সেটা বুঝাবেন। অন্যের সাথে কথা না বললে আরেকজনকে জানতে পারবেন না। নিজেকে সমৃদ্ধ করতে হবে।

উদাহরণ স্বরুপ তিনি বলেন, ধরুন আপনি বিএনপি, আওয়ামী লীগ করেন আরেকজন জামায়াতে ইসলাম ও ছাত্র সংগঠন করে। আপনি সকলের সাথে বসবেন এবং তাদের কথা শুনবেন। যদি মন দিয়ে অন্যের কথা না শুনেন পরবর্তীতে আপনি যেটা বলতে চান সেটার জায়গা তৈরি হবে না। কারণ না শুনলে আপনি জানবেন না তারা কি বলতে চায়। আর না শুনলে নিজেকে প্রস্তুত করতে পারবেন না। নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। সকলের সাথে বসতে হবে। শুনতে হবে। বিষয় অনুযায়ী কাজ করতে হবে।

তিনি আরো বলেন, কঠোর পরিশ্রম ও সততার কোনো বিকল্প নেই। সৎ থাকলে ও কঠোর পরিশ্রম করলে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব। প্রত্যেককে প্রথমেই নিজের মধ্যে বিশ্বাস স্থাপন করতে হবে। সেটা যদি কেউ করতে পারে, তাহলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

ড. ফাহাম আব্দুস সালাম বলেন, পাণ্ডিত্ব দিয়ে দেশ বদলানো সম্ভব না। দেশ যদি বাদলানো সম্ভব সাধারণ মানুষ দ্বারা। বর্তমানে কারো জন্য কাজ করতে গেলে সেভাবে নিশ্চয়ই এ কাজে তার ধান্ধা আছে। ধান্ধা না থাকলে কেন আপনি আমার কাজ করবেন। এই যে একটা নেগেটিভ মাইন্ড সেটা পরিবর্তন করতে হবে। পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে সফলতা আসবে না। ভালো কাজের সঙ্গে ও ভালো মানুষের সঙ্গে মিশতে হবে। তাহলেই ভালো কিছু করতে পারবেন। আরেক টা বিষয় হলো বাঙালিরা যেখানেই যায় শুধু দলাদলি করে। এই দলাদলি বন্ধ করতে হবে। সত্যের সঙ্গে লড়তে হবে। মিথ্যার আশ্রয় নিলে পরবর্তীতে ভালো কিছু হবে না। ধ্বংসাত্মক মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে জীবনের উন্নতি সম্ভব।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, ছাত্রদলের সভাপতি মো. কায়েস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সহধর্মিণী রাহাত আরা বেগম প্রমুখ।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর