Saturday, March 15, 2025
Homeঠাকুরগাঁওঠাকুরগাঁওয়ে ছিনিয়ে নেওয়া হল আসামি, সিআইডি সদস্যদের উদ্ধার পুলিশের

ঠাকুরগাঁওয়ে ছিনিয়ে নেওয়া হল আসামি, সিআইডি সদস্যদের উদ্ধার পুলিশের

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যদের হাত থেকে ছিনিয়ে নিয়েছে স্থানীয়রা।

এসময় সিআইডি সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে থানা পুলিশের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হরিপুর থানার ওসি মো. জাকারিয়া মণ্ডল বলেন, রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বনগাঁও বাজার এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার পর রাত ৯টা ৪৫ মিনিটে সিআইডির অপারেশন টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

আসামি সুমন (২৫) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার একটি মামলার আসামি বলে পুলিশ জানায়।

ওসি জাকারিয়া মন্ডল বলেন, বিকালে সুমনকে বনগাঁও বাজার থেকে গ্রেপ্তার করে ঠাকুরগাঁও জেলা সিআইডি পুলিশের এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল।

পরে গ্রেপ্তার আসামিকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন সিআইডি সদস্যদের ওপর চড়াও হয় এবং সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নেয়।

উত্তেজিত জনতা সিআইডির মাইক্রোবাসের চালককে মারধর করে এবং গাড়ির সামনের কাচ ভেঙে ফেলে।

এসময় অভিযানে অংশ নেওয়া সিআইডি পুলিশের দলটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে হরিপুর থানার সহায়তা চায়। পরে রাত সাড়ে ৮টার দিকে হরিপুর থানার ১১ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে সিআইডি পুলিশের অভিযান ঠেকাতে সংঘবদ্ধ হয় শতাধিক মানুষ।

এদিকে ঘটনার পর ঠাকুরগাঁও জেলা সিআইডির পুলিশ সুপার সুমিত চৌধুরী হরিপুর থানায় গিয়ে অভিযানের পুরো বিষয়টি খতিয়ে দেখেন।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। সেইসঙ্গে আসামিকে পুনরায় গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর