মোঃ সবুজ ইসলাম,ঠাকুরগাঁওঃ-বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর বিশেষ করে নারী ও কন্যা শিশুদের মানবাধিকার এবং সামাজিক অংশগ্রহণ জোরদারকরণ প্রকল্পের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) রাণীশংকৈল ও হরিপুরে দাতা সংস্থা নেটজ্ বাংলাদেশ এবং বিএমজেড এর সহায়তায় মানব কল্যাণ পরিষদের বাস্তবায়নে ১২০ জন ছাত্রী আত্মরক্ষামূলক এ প্রশিক্ষণে অংশগ্রহন করে।
জেলার ৬টি বিদ্যালয় ভরনিয়া হাট উচ্চ বিদ্যালয়, বলিদ্বারা উচ্চ বিদ্যালয়, আর.এ কাঠালডাংগী উচ্চ বিদ্যালয়, রনহাট্টা উচ্চ বিদ্যালয়, আমগাঁও জামুন উচ্চ বিদ্যালয়, বনগাও উচ্চ বিদ্যালয়ে সাতদিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনীতে ইউপি চেয়ারম্যান, প্রধান শিক্ষক,মানব কল্যাণ পরিষদ’র প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা বলেন, এই প্রশিক্ষণের ফলে কিশোরীরা যেমন শারীরিক ও মানসিকভাবে বিকশিত হবে তেমনি সমাজে নারীর প্রতি সকল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার আত্মবিশ্বাস তৈরী হবে বলে জানান তারা। শিক্ষার্থীদের নিয়ে এমকেপি’র এ আয়োজনকে ধন্যবাদ জানায় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।