Friday, March 14, 2025
Homeকুড়িগ্রামজুলাই গণঅভ্যুত্থানে ছাত্র পেটানো ইউপি চেয়ারম্যান সাঈদ কারাগারে

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র পেটানো ইউপি চেয়ারম্যান সাঈদ কারাগারে

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মিঞা সাঈদ (৫২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ মার্চ) বিকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাইফুল ইসলাম ওই এলাকার আব্দুল মোন্নাফ আলীর ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ এবং মসজিদুল হুদা সংলগ্ন এলাকা থেকে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলা ও মারধর করা হয়। এই ঘটনার পর গত ২১ নভেম্বর, ২৪ইং মোসাব্বির হোসেন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরো ১৮০ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ‌্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর