Saturday, March 15, 2025
Homeখেলাধুলাজুম্মার নামাজের জন্য যে বিরল দৃশ্য দেখলো রাওয়ালপিন্ডি টেস্ট

জুম্মার নামাজের জন্য যে বিরল দৃশ্য দেখলো রাওয়ালপিন্ডি টেস্ট

পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে সাদমান-মুমিনুলের ফিফটি

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

টেস্ট ক্রিকেটে সাধারণত দুই ঘণ্টার সেশন দেখা যায়। দিনে দুই ঘণ্টা করে তিনটি সেশন খেলা হয়। বৃষ্টি কিংবা অন্যান্য কারণে কম ওভার খেলা হলে সেশনের সময় বাড়িয়ে দেন আম্পায়ররা। তাই বলে তিন ঘণ্টার সেশন খুব একটা দেখা যায় না।

তবে রাওয়ালপিন্ডিতে সফরকারী বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে চলমান টেস্টে সেই বিরল ঘটনা দেখা গেলো।

শুক্রবার (২৩ আগস্ট) জুম্মার নামাজ থাকায় তৃতীয় দিনের প্রথম সেশনটি দুই ঘণ্টার পরিবর্তে তিন ঘণ্টা খেলা হয়। যাতে জুম্মার নামাজের সময় খেলা বন্ধ রাখা যায়। সাধারণত লাঞ্চ ৪০ মিনিট হলেও এদিন নামাজের জন্য এক ঘণ্টা বিরতি দেওয়া হয়।

এদিকে দিনের প্রথম সেশনটি ভালোই কেটেছে বাংলাদেশের। জাকির হাসান ও নাজমুল হোসেনের উইকেট হারালেও সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে চড়ে রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা নিজেদের করে নেয় বাংলাদেশ। ৩ ঘণ্টার বর্ধিত সেশনের শেষ বলে গিয়ে ফিফটির দেখা পেয়েছেন সাদমান। ১২৩ বলে ৫৩ রান নিয়ে মধ্যাহ্নবিরতিতে গেছেন তিনি। ২০২২ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমেই ফিফটির দেখা পেলেন এ বাঁহাতি ওপেনার। তার সঙ্গী মুমিনুল অপরাজিত ৬৬ বলে ৪৫ রান করে লাঞ্চে যান।

বিনা উইকেটে ২৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। এরপর প্রথম উইকেট হারায় দিনের পঞ্চম ও ইনিংসের ১৭তম ওভারে। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন জাকির।

অধিনায়ক নাজমুল ওভার দশেক টিকলেও স্কোর বড় করতে পারেননি। খুররম শেহজাদের ভেতরের দিকে ঢোকা বলে বোল্ড হন তিনি ৪২ বলে ১৬ রান করে। পাকিস্তানকে এরপর আর উইকেট পেতে দেননি সাদমান-মুমিনুল।

তবে লাঞ্চের পর চতুর্থ ওভারের প্রথম বলেই শেহজাদের বলে বোল্ড হয়ে ফিরে গেছেন মুমিনুল। তবে তার আগে তুলে নিয়েছেন ফিফটি। ক্রিজে নেমেছেন মুশফিকুর রহিম।

সর্বশেষ স্কোর

প্রথম ইনিংসে পাকিস্তান ১১৩ ওভারে ৪৪৭/৬ ডিক্লে. (শাহীন ২৮*, মোহাম্মদ রিজওয়ান ১৭১*, আগা সালমান ১৯, সৌদ শাকিল ১৪১, সাইম আইয়ুব ৫৬; শফিক ২, শান মাসুদ ৬, বাবর ০)

প্রথম ইনিংসে বাংলাদেশ ৫২ ওভারে ১৪৭/৩ (মুমিনুল ৫০, সাদমান ৫৩*; জাকির ১২, শান্ত ১৬)

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর