Sunday, March 16, 2025
Homeকুড়িগ্রামজাতীয় সমাজসেবা দিবস-এ ‘’ফ্রেন্ডশিপ’’ পেলো জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড’

জাতীয় সমাজসেবা দিবস-এ ‘’ফ্রেন্ডশিপ’’ পেলো জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড’

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

মোঃবুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

জাতীয় সমাজসেবা দিবস- ২০২৫ এ
‘ফ্রেন্ডশিপ’ মানব কল্যাণে নিয়োজিত কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয় এবং মানুষের কল্যাণে বিশেষ করে প্রতিবন্ধী মানুষের কল্যাণে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ফ্রেন্ডশিপ’ জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড লাভ করে।

২ জানুয়ারী (বৃহস্পতিবার) ‘জাতীয় সমাজসেবা দিবস-২০২৫’ উপলক্ষে জেলা সমাজসেবা এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য  কেন্দ্রের আয়োজনে  কুড়িগ্রাম সদরে অবস্থিত প্রতিবন্ধি সেবা ও সাহায্য কেন্দ্র অফিস চত্বরে উক্ত সহায়ক উপকরণ ও এ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, কুড়িগ্রামের কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডাঃ মোঃ আরিফুর রহমান।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক মোঃ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাোসহ আরো অনেকে।

বক্তারা ‘ফ্রেন্ডশিপ’ এর কার্যক্রমের প্রশংসা করেন এবং সর্বক্ষেত্রে ‘ফ্রেন্ডশিপ’ কে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

অ্যাওয়ার্ড প্রাপ্তিতে ফ্রেন্ডশিপ-এর সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহফিজুর রহমান রিপন বলেন, মানুষের মৌলিক মানবাধিকার, তথ্য জানার অধিকার, স্বাস্থ্য সেবার অধিকার, নিরাপত্তা এবং ন্যায় বিচার নিশ্চিতকল্পে “ফ্রেন্ডশিপ” এর মাধ্যমে আমরা কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। অনুন্নত ও দুর্গম যাতায়াত ব্যবস্থার কারণে মৌলিক সেবাগুলি থেকে প্রায় বঞ্চিত চরাঞ্চলে বসবাসকারী মানুষের গুণগত জীবন বিনির্মাণ একই সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সম অধিকার, মর্যাদা, স্বাস্থ্য, শিক্ষা, জীবিকা, ক্ষমতায়ন, অবাধ ও নির্বিঘ্ন চলাচল এবং সুযোগের সমতা  নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, “ফ্রেন্ডশিপ” একটি সমাজকল্যাণমূলক, অলাভজনক বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী কেন্দ্রিক চর এবং দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা গুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। এসব অঞ্চলে দুর্গম ও প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে টিকে থাকা হতদরিদ্র  মানুষের সার্বিক কল্যাণে “ফ্রেন্ডশিপ” ছয়টি ভিন্ন বিভাগ- স্বাস্থ্য, শিক্ষা, সমন্বিত নাগরিকত্ব, জলবায়ুগত পদক্ষেপ, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, ও সংস্কৃতি সংরক্ষণ এর আওতায়  কার্যকর সেবা দানের মাধ্যমে কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন চরাঞ্চলে বসবাসকারী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর