এনামুল মবিন, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:
“তোমার আমার বাংলাদেশে,ভোট দিবো মিলেমিশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে সারা দেশের ন্যায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। রোববার(২ মার্চ )বেলা ১১টায় উপজেলা প্রশাসন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুর সবুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মাসুদার রহমান , উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাংবাদিক, বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা।
Facebook Comments Box