ইকবাল বাহার, পঞ্চগড়:
মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৭ম পর্যায়) প্রকল্পের জনবল রাজস্বকরণ ও আউটসোর্সিং বাতিলসহ পাঁচ দফা দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা।
রবিবার দুপুরে পঞ্চগড় মডেল মসজিদের সামনে পঞ্চগড়-টুনিরহাট সড়কের পাশে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও কেয়ারটেকার ঐক্য পরিষদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, ইসলামীক ফাউন্ডেশন পঞ্চগড় শাখার ফিল্ড অফিসার আলী আজগর, ফিল্ড সুপারভাইজার মামুনুর রশিদ, মোকাররম হোসেন, শাহ রাশেদুল হক, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. শেখ ফরিদ প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় ইসলামীক ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে গিয়ে উপপরিচালকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।