Home কুড়িগ্রাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রংপুরে গ্রেফতার

ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন রংপুরে গ্রেফতার

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ওরফে নয়নকে (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় রংপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। রাতে কুড়িগ্রাম ডিবি পুলিশের পরিদর্শক বজলার রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বজলার রহমান বলেন, ‘সাদ্দামকে রংপুর থেকে গ্রেফতার করে কুড়িগ্রামে আনা হয়েছে। তার বিরুদ্ধে কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’তি‌নি আরও বলেন সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন‌্য রিমান্ড আবেদন করা হবে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোজাফফর হোসেন বলেন, কুড়িগ্রাম থানার কুড়িগ্রাম থানার মামলা নং-১৩, জিআর নং-৩১৯/২০২৪(কুড়িঃ), তারিখ-১০-১০-২০২৪ খ্রিঃ, ধারা- ১৪৩/১৪৭/ ১৪৮/৩০৭/ ৩২৩/ ৩২৪/ ৩২৫/৩২৬ /৩০২/৩৭৯/ ৪৩৬/৪২৭/৫০৬/১৪৪ পেনাল কোড সহ একাধিক মামলায় পতিত আওয়ামীলীগ সরকারের দোসর নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দামকে রংপুর মহানগর এলাকা থেকে গ্রেফতার করে ডিবি কুড়িগ্রাম। তাকে আগামীকাল আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

Facebook Comments Box

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here