মোঃ আসতারুল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ
ক্রাফট ইন্সপেক্টরদের ১০ গ্রেড পদায়নে হাইকোর্টের রায় বাতিলসহ ছয় দফা দাবিতে পরীক্ষা বর্জন করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার (১৯ মার্চ) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে তারা। সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ইনস্টিটিউট থেকে বের হয়ে শহরের বালুবাড়ি শহীদ মিনার মোড় প্রদক্ষিণ শেষে দিনাজপুর ফুলবাড়ী মহাসড়কে অবস্থান নেয়। সকাল ১০টায় তারা মহাসড়ক থেকে সরে গিয়ে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়।
শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে জানান, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে অবিলম্বে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিল করতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ‘ডিপ্লোমা প্রকৌশল’ থাকতে হবে। ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের কারিগরি সব পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে। কারিগরি (পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের জন্য) সব বিভাগীয় শহরগুলোয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির আবেদনের সুযোগ বাস্তবায়ন করতে হবে। ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে।
আরেক শিক্ষার্থী জানান, ২০২১ সালে সম্পূর্ণ অনিয়ম করে নন টেকনিক্যাল ক্রাফট ইন্সপেক্টরদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে এবং টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ করা হয়। এতে বঞ্চিত হচ্ছে ভোকেশনাল শিক্ষার্থীরা। ক্রাফট ইন্সপেক্টররা চাকরি ১০ গ্রেডের জন্য হাইকোর্টে আবেদন করে। যা সম্পূর্ণ অযৌক্তিক। মঙ্গলবার হাইকোর্ট তাঁদের পক্ষে রায় ঘোষণা করে।
অনতিবিলম্বে এ অযৌক্তিক রায় বাতিল, শিক্ষক কর্মচারী নিয়োগ বিধি সংশোধন, টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল লোক নিয়োগ বন্ধকরণসহ ছয় দফা দাবির তোলেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।