Sunday, March 16, 2025
Homeকুড়িগ্রামচিলমারীতে ২ যুগ পর বিএনপির সমাবেশ

চিলমারীতে ২ যুগ পর বিএনপির সমাবেশ

- Advertisement -

spot_imgspot_imgspot_imgspot_img

অনিল চন্দ্র রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত কুড়িগ্রামের চিলমারীতে প্রায় দুই যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (১০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে চিলমারী মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

এদিকে প্রায় দুই যুগ পর অনুষ্ঠিত এ সমাবেশকে ঘিরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। সমাবেশকে ঘিরে এদিন সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয়। সমাবেশে বক্তব‌্য রা‌খেন কু‌ড়িগ্রাম জেলা বিএন‌পির আহ্বায়ক ক‌মি‌টির সদস্য সচিব সোহেল হোসেন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবসহ জেলা ও উপ‌জেলার নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, দেশ নেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে। প্রায় দুই যুগ পর বিএন‌পির নেতাকর্মী আজ উন্মুক্ত প‌রি‌বে‌শে সমা‌বেশ কর‌তে পার‌ছি।নেতাকর্মীদের বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে আপ্রাণ চেষ্টার মাধ্যমে ভোটারদের মন জয় করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে যারা নির্যাতিত, নিপীড়িত তারাই যেন চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে স্থান পান সেই আবেদন জানান অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
spot_img
এ বিভাগের আরও খবর
- Advertisment -spot_img

সর্বাধিক পঠিত খবর