কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অপারেশন পরিচালনা করে পতিত আওয়ামীলীগ সরকারের অন্যতম দোসর জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোহেল মিয়া (৪২) কে গ্রেপ্তার করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
সোমবার (২৪ মার্চ) অভিযান চালিয়ে চিলমারী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খান।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কুড়িগ্রাম জেলার বাস, মিনিবাস ৩১৪ এর চিলমারী উপ কমিটির সভাপতি এবং চিলমারী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ সোহেল মিয়া উপজেলার থানাহাট ইউনিয়নের ডেমনার পাড় এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে বলে জানাগেছে।
পুলিশ জানিয়েছেন, পতিত আওয়ামীলীগ সরকারের অন্যতম দোসর, ক্ষমতার অপব্যাবহারকারী, চিহ্নিত সন্ত্রাসী, অর্থ যোগানদাতা, বিভিন্ন যানবাহন হতে চাঁদা উত্তোলনকারী ও বিপুল টাকার অধিকারী
হিসাবে চিলমারী মডেল থানার মামলা নং -০৩, তারিখ -১২/০২/২০২৫ ইং মুলে গ্রেফতার করা হয়েছে। তাছাড়া সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারী ও তাদের সহযোগীদের গ্রেপ্তারের পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারে দেশব্যাপী চলমান অপারেশন ‘ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে কুড়িগ্রামের চিলমারীতেও এ অভিযান অব্যাহত রয়েছে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোশাহেদ খান বলেন, অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। আসামি কে যথাযথ পুলিশ র্স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।