চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার সংলগ্ন বাঁধের রাস্তায় গাছের চারা রোপণ করা হয়েছে।
রবিবার (৮সেপ্টম্বর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাধ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে চিলমারীতে গাছের চারা রোপণ করেছে গ্রীন ভয়েস নামের একটি পরিবেশবাদি যুব সংগঠন। চিলমারী তথা কুড়িগ্রাম জেলায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হওয়ার ঘটনা না থাকলেও ঢাকাসহ বিভিন্ন স্থানে অবস্থানকালে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে ৪জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে ৪ আগষ্ট কুড়িগ্রাম শাপলা চত্বরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থী জনতার সংঘর্ষের সময় মাথায় ঢিল লেগে আহত হয় আশিক নামে এক কলেজ ছাত্রের। আশিকুর রহমান আশিক উলিপুর পাঁচপীর ডিগ্রী কলেজের স্নাতক ২য় বর্ষের ছাত্র। তাকে আহত অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ১৮ আগষ্ট ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নেয়া হলে গত ১ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশিক। এ নিয়ে কুড়িগ্রামে শহীদের সংখ্যা দাড়ায় ৫ জনে। তাঁদেরসহ গণঅভ্যুথানে দেশের সকল শহীদদের স্মরণে চিলমারী উপজেলার কাঁচকোল বাঁধ রাস্তায় ১০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
চারা রোপনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁচকোল হাট মহিরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম (চাঁদ), কাঁচকোল সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মসিউর রহমান তুহিন, প্রেসক্লাব চিলমারী‘র সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান।
কাঁচকোল বাজার বাঁধ এলাকায় ছায়াশীতল করতে বিভিন্ন স্থানে লাগানো গাছের মধ্যে রয়েছে আম, জাম, কাঁঠাল, নিম, বেল ও তেতুল, বকুলফুল ও বটগাছসহ নানা প্রজাতির গাছ। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস চিলমারী শাখার সভাপতি ইয়াছির আরাফাত, নারী বিষয়ক সম্পাদক রুবা ইয়াসমীন স্বর্ণা, ক্রিড়া ও সাংস্ক্রতিক বিষয়ক সম্পাদক জ্যোতি রাণী সরকার, অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম সোহেল, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, সদস্য লিয়ন বাবু, লাকি আক্তার প্রমুখ।