রুবেল মিয়া, চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে অবস্থিত প্রেসক্লাব চিলমারী,কুড়িগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকীতে উপজেলা বিএনপি’র নেতাদের জড়িয়ে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে প্রেসক্লাব সভাকক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রেসক্লাব চিলমারী’র সভাপতি মনিরুল আলম লিটু।
লিখিত বক্তব্যে তিনি জানান,কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় অবস্থিত প্রেসক্লাব চিলমারী,কুড়িগ্রাম একটি ঐতিহ্যবাহী অরাজনৈতিক সাংবাদিক সংগঠন। গত ১৭ফেব্রুয়ারী ছিল প্রতিষ্ঠানটির ১০ম
প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে ওই দিন প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা ও আলোচনার সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার প্রকাশক সহ-অধ্যাপক মো.আবু হানিফা।
প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে ১৭ফেব্রুয়ারী তারিখে“বঙ্গ নিউজ” নামে একটি অনলাইন পোর্টাল “আ’লীগ নেতার আমন্ত্রণে প্রেসক্লাব চিলমারীর একাংশের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন বিএনপি নেতারা” শিরোনামে একটি মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হয়েছে।
বাস্তবে প্রেসক্লাব চিলমারী,কুড়িগ্রামের অভ্যন্তরীণ কোন কোন্দল বা বিভাজন নেই। ১৭ ফেব্রুয়ারি প্রেসক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও রাজনৈতিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই সাংবাদিক সংগঠনটিতে আওয়ামী লীগের কোন নেতা নেই।
সংবাদে প্রধান অতিথি ছাড়াও দুইজন বিএনপি নেতার কথা বলা হয়েছে।
প্রকৃত পক্ষে বিএনপি’র সাবেক সহ-সভাপতি আবু হানিফা চিলমারী প্রেসক্লাবের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং চিলমারী থেকে প্রকাশিত
সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার প্রকাশক। অপর নেতা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মো.ফজলুল হক প্রেসক্লাব চিলমারীর নির্বাচিত কার্যকরী সদস্য এবং ভোরের দর্পণ পত্রিকার চিলমারী উপজেলা প্রতিনিধি। তারা
প্রেসক্লাবের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এটাই স্বাভাবিক।
প্রেসক্লাব চিলমারী,কুড়িগ্রামের সরব উপস্থিতিতে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল সংগঠনটির সুনাম ক্ষুণ্ন করতে এসব মিথ্যা,ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ পরিবেশন করে আসছে। আমি ওই মিথ্যা ভিত্তিহীন ও
বানোয়াট সংবাদের প্রতি ঘৃণা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
চিলমারীতে বিএনপি নেতাদের জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
Facebook Comments Box