ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে এক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে। এতে অন্তত পাঁচ নেতাকর্মী আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে ভুক্তভোগী ওই নেতা চিলমারী মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
আহতরা হলেন, রাণিগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান মুকুল, জেলা ছাত্রদলের সহসভাপতি মেহেদি হাসান, যুবদলের এক নম্বর ওয়ার্ড সভাপতি হাফিজুর রহমান, বিএনপি কর্মী মন্টু মিয়া,আইয়ুব আলী।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম তার অনুসারীদের নিয়ে পরিষদের ভেতরে ইফতার মাহফিলের আয়োজন করেন। এ নিয়ে এলাকাবাসী বাধা দেন। সেখানে রাণীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল করিম উপস্থিত হলে ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলামের অনুসারীরা ওই বিএনপি নেতার ওপর অতর্কিত হামলা করে। এতে অন্তত পাঁচজন আহত হন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে আব্দুল করিম চিলমারী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ আরো উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম আওয়ামী লীগ সরকারের পতনের পর গা ঢাকা দেন। এর মধ্যে একবার জেলও খেটেছেন তিনি। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নিয়ে এসে গতকাল বুধবার তার অনুসারীদের নিয়ে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে।
তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের বক্তব্য পাওয়া যায়নি।