চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ
কুড়িগ্রামের চিলমারীতে ডাকাতির সরঞ্জামসহ ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর মোহনায় পরিত্যক্ত অবস্থায় একটি নৌকা জব্দ করেছে নৌপুলিশ।
রবিবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার ব্রহ্মপুত্র নদ ও সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদীর মোহনায় হরিপুর সেতুর কাছ থেকে নৌকাটি জব্দ করা হয়।
পুলিশ জানায়, পরিত্যাক্ত অবস্থায় ডাকাতির সরঞ্জামসহ একটি নৌকা কান্ট্রি বোর্ড ৩২ হর্স সেলোমেশিনসহ ধরা পড়েছে। তবে ডাকাত দলের কাউকে পাওয়া যায়নি।
চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির আইসি ইমতিয়াজ কবির জানান, নৌকা জব্দ করে হেফাজতে নেয়া হয়েছে। নৌকাটি কোথা থেকে কিভাবে আসলো এসব বিষয়ে প্রাথমিকভাবে তদন্ত চলছে।
ফয়সাল হক
Facebook Comments Box