ফয়সাল হক, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে ঐতিহ্যবাহী অষ্টমী স্নান উপলক্ষে চিলমারী মডেল থানা পুলিশের আয়োজনে ব্রিফিং ও প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে থানাস্থ প্যারেড মঞ্চে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মুশাহেদ খানের সভাপতিত্বে প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলার ৪নং রমনা মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম আশেক আঁকা, সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) সেকেন্ড অফিসার মো: শাহ জালাল উদ্দিন, পূজা উদযাপন কমিটির সভাপতি শচীন্দ্র নাথ বর্মন সহ পুলিশ সদস্য প্রমুখ।
এসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মুশাহেদ খান বলেন, চিলমারীর ব্রহ্মপুত্র নদে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমীস্নানে আইন শৃঙ্খলা বাস্তবায়নে পুলিশের বিভিন্ন পদের ১৮১ জন সদস্য ছাড়াও সেনা বাহিনী, এন,এস,আই, ডিএস,বি, ও আনসার সদস্য গণ নিয়োজিত আছেন।