এনামুল মবিন সবুজ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় মহান জাতীয় স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে।
বুধবার(২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন, বিএনপি, সকল সরকারি দপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো বর্ণ্যাঢ্য র্যালি পূর্বক পুষ্পস্তবক অর্পণ করে। সকাল ৯ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ শেষে বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধা সংবর্ধনা, কৃতি খেলোয়াড়গণের সংবর্ধনা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ মোঃ আখতারুজ্জামান মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়াতের রংপুর বিভাগীয় টিম সদস্য আলহাজ মোঃ আফতাব উদ্দিন মোল্লা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, চিরিরবন্দর থানা অফিসার ইনর্চাজ (ওসি)আব্দুল ওয়াদুদ ,ওসি (তদন্ত) আহসান হাবিব ,সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নূর এ আলম সিদ্দিকী নয়ন, জাতীয় নাগরিক পাটির উপজেলা আহ্বায়ক সোহেল সাজ্জাদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শাহাবুল্লাহ সরকার প্রমুখ বক্তব্য রাখেন।